রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 18:14:59

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। আগামী ২০-২২ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদন শেষ হওয়ার পর ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ শিক্ষাবর্ষ থেকে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও চারুকলা অনুষদ ‘এ’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ‘বি’ ইউনিটের অধীনে। আর ‘সি’ ইউনিটের অধীনে প্রকৌশল অনুষদ, বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষায় এমসিকিউ ও লিখিত দুই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৬০ নম্বর থাকবে এমসিকিউ। এজন্য ৫০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। এছাড় ৪০ নম্বর থাকবে লিখিত। আর এতে ৪০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষায় সংক্ষিপ্ত আকারে ২০টি প্রশ্ন থাকবে। যার প্রতি প্রশ্নের মান থাকবে ২ নম্বর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীকে প্রাথমিকভাবে ৫৫টাকা দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের পর ১০ শতাংশ অনলাইন সার্ভিস চার্জসহ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মোট ১৩২০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে।

প্রতিদিন দুই শিফট করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত প্রথম শিফট আর দুপুর ১২টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মানবিক সমাজ বিনির্মাণে রাবিতে বিএলএ’র যাত্রা

ভর্তিচ্ছু শিক্ষার্থীকে মানবিকে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিলে ৭.০০, বাণিজ্যে ৭.৫০ ও বিজ্ঞান বিভাগে ৮.০০ পয়েন্ট থাকতে হবে।

মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা হতে ২০১৯ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিনটি ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এছাড়া আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত (http://admission.ru.ac.bd) এ ওয়েবসাইট থেকে জানা যাবে।

উল্লেখ্য, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস শিক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন না।

এ সম্পর্কিত আরও খবর