অধিভুক্তি বাতিলের দাবিতে আবারও সরগরম হচ্ছে ক্যাম্পাস

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:29:26

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সরগরম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে হতাশ হয়ে ফের আন্দোলনের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে ফের বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্দোলনের মুখপাত্র মো. শাকিল মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, ;আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লক্ষ্য করছি, গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের ২০১৯-২০ সেশনের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। যা তাদের কথার সম্পূর্ণ পরিপন্থি। এ অবস্থায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর বিশ্বাস রাখতে পারছে না। তাই আগামী ২৯ সেপ্টেম্বর রোববার সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হলো।'

এতে আরও বলা হয়, 'আমরা দীর্ঘদিন যাবত ৭ কলেজের অধিভুক্তি বাতিল আন্দোলন করে আসছি। গত ২৪জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ সদস্যের একটি কমিটি করে আশ্বাসের পরিপ্রেক্ষিতে স্বল্পসময়ের জন্য আমরা আন্দোলন স্থগিত রাখি। বিশ্ববিদ্যালয়ের কমিটি প্রথমে ১৫ কার্যদিবস এবং পরবর্তীতে তা বাড়িয়ে ৩০ কার্যদিবসের সময় নেয়। বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত তারা কোনো কার্যকরী সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। গত ২২ সেপ্টেম্বর রোববার বিকেল ৪টায় আমরা আন্দোলনকারীদের ১০ সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ১১ সদস্যের মূল কমিটির সঙ্গে আলোচনায় বসি। কিন্তু সেখানে কোনো আশানুরূপ সাড়া পাইনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেওয়া সময় শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার।'

'ঐ কমিটির প্রধান অধ্যাপক মুহাম্মদ সামাদ আমাদের বলেছেন, 'আমরা এখনো অধিভুক্তি বাতিলের পর্যায়ে যাওয়ার চিন্তা করি নাই'। আমরা কমিটিকে বলেছি যেকোনো কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার আগে ১৯-২০ সেশনের অধিভুক্ত ৭ কলেজের ভর্তি বিজ্ঞপ্তি না দেওয়ার অনুরোধ করেছি, এবং আমাদের বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছি অধিভুক্তি বাতিল ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না।'

এ সম্পর্কিত আরও খবর