ইন্টারনেট সংযোগের দাবিতে ইবি’র হলে তালা

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 15:45:25

ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ স্থাপন ও রিডিং রুম চালুর দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হল অফিসের কক্ষে তালা লগিয়ে দেন। এ সময় শিক্ষার্থীরা ‘হৈ হৈ রৈ রৈ ইন্টারনেটের টাকা গেল কই’, ‘হৈ হৈ রৈ রৈ রিডিং রুম গেল কই’ এমন স্লোগান দিতে থাকেন। পরে হল কর্তৃপক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

জানা যায়, গত বছরের ৭ জনুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল উদ্বোধন করা হয়। এরপর চলতি বছরের জনুয়ারিতে হলটি চালু হয়। গত ১০ মাস পার হলেও এখনো পর্যন্ত হলে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি।

এছাড়া হলে শিক্ষার্থীদের পড়া-লোখার জন্য কোন রিডিং রুম নেই বলে জানান তারা। দীর্ঘদিন ধরে এসব সমস্যা হল কর্তৃপক্ষকে অবগত করলেও এ বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় সোমবার (২৫ নভেম্বর) হলের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলে ইন্টারনেট সংযোগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

বিক্ষোভের এক পর্যয়ে হল অফিসের কক্ষে তালা দেন আবাসিক শিক্ষার্থীরা। এতে হলের কর্মকর্তাসহ কয়েকজন নবীন শিক্ষার্থী প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রবিউল হোসেন শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা তাল খুলে দেন।

এ বিষয়ে হলের আবাসিক শিক্ষার্থী শামিমুল ইসলাম সুমন বলেন, আবাসিকতার শর্ত পূরণ করে আমরা হলে উঠেছি। ইন্টারনেট বাবদ টাকা জমা দিয়েছি। কিন্তু হল চালু হওয়ার ১০ মাস পার হলেও এখনো ইন্টারনেট সংযোগ দেওয়া হয়নি।

এ বিষয়ে শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছে। অগামী দু-এক দিনের মধ্যেই শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ পাবে। হলের কাজ অংশিক সম্পন্ন হওয়ায় এখন রিডিং রুম নেই। তবে কাজ সম্পন্ন হলে রিডিং রুমও থাকবে।

এ সম্পর্কিত আরও খবর