বহিরাগত কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কাঠবাগানে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসের পৃথক দুইটি বাগানের বেশ কিছু ছোট-বড় গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের মেহগনি বাগান ও কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পাশের পেয়ারাতলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কয়েকজন বহিরাগত ক্যাম্পাসের বঙ্গবন্ধু হলের পাশের মেহগনি বাগান ও কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পাশের পেয়ারাতলায় আগুন ধরিয়ে দেয়। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বঙ্গবন্ধু হল ও আশপাশের এলাকা।
এর কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় শেখ রাসেল হলের কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের বাধা দিলে তারা তাদের ওপর চড়াও হয়।
এক পর্যায়ে সেখানে অন্যান্য শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে ক্যাম্পাসের প্রাচীর টপকিয়ে পালিয়ে যায় তারা। পরে প্রক্টরিয়াল বডি, ইবি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় জড়িতরা সবাই ক্যাম্পাসের পাশের এলাকার বলে জানা গেছে। এদের মধ্যে স্থানীয় বাসিন্দা মিন্টু মুন্সির ছেলে সোহান, কটা মিয়ার ছেলে রাব্বি ও হারুনের ছেলে সায়েম জড়িত রয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ জানান, জড়িতদের পরিবারের তথ্য সংগ্রহের জন্য সিকিউরিটি বিভাগ কাজ করছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।