ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বসন্তকালীন সেমিস্টারে আইন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গাবতলী স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খানের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের রেজিস্ট্রার আ.ফ.ম গোলাম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাসোসিয়েট ডিন ড. ফারজানা আলম, আইন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান এ.ওয়াই.এম ফজলুল হক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আজ তোমরা এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জনের জন্য এসেছো, চার বছর পর জ্ঞান অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে বের হবে এবং স্ব স্ব অবস্থানে মাথা উঁচু করে বাঁচবে এই আশীর্বাদ দিয়ে তোমাদেরকে বরণ করে নিচ্ছি।
তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. ফারজানা আলম বলেন, দেশ সব দিক দিয়ে এগিয়ে গেছে। নতুন নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে কিন্তু ন্যায়বিচার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। আপনারা আগামী দিনে এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার সুযোগ পাচ্ছেন। আমি আশা করবো আপনারা নিজের বিবেক ও জ্ঞান দ্বারা পরিচালিত হবেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে একাডেমিক কার্যক্রমের ওপর পরামর্শমূলক আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত ইইউবির রেজিস্ট্রার আ.ফ.ম গোলাম হোসেন এবং আইন বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ব্যারিস্টার এ.ওয়াই.এম ফজলুল হক। পরে নিজেদের বক্তব্যে নবীনরা তাদের অনুভূতি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের ছাত্রী সাদিয়া রহমান।