গুচ্ছের বিষয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত হবে: ইবি উপাচার্য

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) গুচ্ছে থাকবে কি না থাকবে সে বিষয়ে শিক্ষার্থীদের মতামত এবং শিক্ষক, বিভাগের সভাপতি ও ডিনদের সাথে বসে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি কথা বলেন। এর আগে গুচ্ছে না যাওয়ার বিষয়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেন উপাচার্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি প্রথমে বলে রাখছি আমার কোনো একক সিন্ধান্ত কারোর ওপর চাপিয়ে দিব না। বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডার যারা তারাই সম্মিলিত ভাবে সিন্ধান্ত নিবেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বের হওয়ার জন্য স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দিয়েছেন। বিভিন্ন সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংস্কারমূলক স্মারকলিপিতেও স্বতন্ত্র পরীক্ষার দাবি জানিয়েছেন। আমরা সকল পক্ষের সাথে বসে আলোচনা করে আগামী এক সাপ্তাহের মধ্যে সিন্ধান্ত নিব। ইতোমধ্যে আমরা ছাত্র প্রতিনিধি ও ছাত্র সংগঠনের সাথে আলোচনা করেছি। এরপর শিক্ষক, বিভাগের সভাপতি ও ডিনদের সাথে বসে আলোচনা করবো। পরবর্তী সভায় সিন্ধান্ত নেয়া যাবে।

উপাচার্য বলেন, ২৩ সেপ্টেম্বর আমি ভিসি হিসেবে যুক্ত হওয়ার প্রায় দু’মাস পর প্রো ভিসি ও ট্রেজারার নিয়োগ হয়েছে। এর আগে সব কাজ আমার একা করা লাগতো, ফলে পূর্ণ প্রশাসনের ক্যোরাম না থাকায় প্রাথমিক পর্যায়ে এডমিশন পরীক্ষা অর্থাৎ গুচ্ছের মতো গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে বিলম্ব করা হয়েছে। এই জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সার্কুলার দিতে পারিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এদিকে মন্ত্রণালয়ে আমরা জানিয়েছিলাম যে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রস্তুত। এর আগেও স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয়া হতো এবং এখনও ধর্মতত্ত্ব অনুষদের অধীনে স্বতন্ত্র পরীক্ষা নেয়া হয়। পরে মন্ত্রনালয় থেকে চিঠি দেয়ার মাধ্যমে গুচ্ছে থাকার পক্ষে শিক্ষার্থী এবং অবিভাবকদের স্বারকলিপির বিষয়ে জানানো হয়। এছাড়া গুচ্ছের যেসব দোষ ত্রুটি আছে সেগুলো সংশোধনের সুযোগ আছে বলেও জানানো হয়। পরে ১০ ডিসেম্বর আবারও চিঠির মাধ্যমে জানানো হয় মন্ত্রনালয় থেকে নির্দেশক্রমে গুচ্ছে থাকার অনুরোধ করা হলো।