আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন আজ

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 21:09:13

চলতি ২০২১-২২ কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর, মঙ্গলবার। কর অঞ্চলগুলোয় এত দিন রিটার্ন জমা দিতে তেমন ভিড় না থাকলেও শেষ মুহূর্তে করদাতার উপচে পড়া ভিড় দেখা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল (২৯ নভেম্বর) পর্যন্ত বিশেষ বিবেচনায় সময় বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। ফলে আজই জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। এরপরও রিটার্ন দাখিলের সুযোগ থাকবে। তবে সেজন্য নিজ নিজ কর সার্কেলে আবেদন করে সময় নিতে হবে করদাতাদের। পাশাপাশি গুনতে হবে জরিমানা।

এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেছেন, রিটার্ন দাখিলের সময় বাড়ানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত এনবিআরের নেই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। ফলে সময় বাড়ানোর প্রয়োজনও নেই।

করোনার কারণে গত বছরের মতো এ বছরও আয়কর মেলার আয়োজন করা হয়নি। এর পরিবর্তে দেশজুড়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে রিটার্ন জমা নেওয়া হচ্ছে।

এনবিআর সূত্র জানায়, দেশের প্রায় ৬৮ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) আছেন। এঁদের মধ্যে প্রায় ২৫ লাখ টিআইএনধারী নিয়মিত রিটার্ন জমা দেন। এ বছর এই সংখ্যা আরো বাড়তে পারে।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বর পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ দিন। তবে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর আয়কর বিবরণী দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর