সোনার দাম বাড়ল

, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:03:23

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে স্থানীয় বাজারে প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬০৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৭৬ হাজার ৬০৬ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি গত ২১ ফেব্রুয়ারি সভার সিদ্ধান্ত মোতাবেক এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। কমিটির সভাপতি এম এ হান্নানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭২ হাজার ৮৭৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬২ হাজার ৪৯৭ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫১ হাজার ৬৫৩ টাকা।

সোনার দাম বাড়লেও আগের নির্ধারিত দামই রয়েছে রুপার। ২২ ক্যারেট রুপার দাম প্রতি গ্রাম ১৩০ টাকা এবং ২১ ক্যারেট প্রতি গ্রাম ১২৩ টাকা।

এ সম্পর্কিত আরও খবর