সব সরকারের ব্যর্থতা ও সফলতা রয়েছে: আলাল

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 15:52:41

সব সরকারের ব্যর্থতা ও সফলতা রয়েছে। জ্বালানি খাতের বর্তমান অবস্থা নিয়ে এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানিতে তিনি এমন মন্তব্য করেন। চারদিন ধরে চলা গণশুনানিতে প্রথম বিএনপির কোন প্রতিনিধি অংশ নেন। বাম দলগুলোর অনেকেই ঘোষণা দিয়ে শুনানি বর্জন করেছে।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, কেউ যদি একাই সব কৃতিত্ব নিতে চায় তা মাতমের মতো মনে হয়। সব কৃতিত্ব যখন একটি গোষ্ঠী নিতে চায়। অন্যরাও স্রোতে গা ভাসিয়ে দেয়। এখন ঠিক তাই চলছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অনেক প্রভাবশালী নেতার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নজির রয়েছে। কিন্তু এখন চুনোপুঁটিদের ধরা হয়, বড়দের হাত দেওয়া হয় না। যথাযথ অনুসন্ধান কার্যক্রম করতে র্ব্যথ হয়েছে যে কারণে আজকে গ্যাসের সংকট তৈরি হয়েছে। স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি আনা বন্ধ করুন। মানুষ ভালো নেই, দ্রব্যমূল্যের কারণে মধ্যবিত্তরা মাস্ক পরে টিসিবির ট্রাকের লাইনে দাঁড়াচ্ছেন।

তিনি দাম বৃদ্ধির বিপক্ষে মতামত দেন।

এদিন দুপুর পর্যন্ত জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবের ওপর গণশুনানি হয়। কোম্পানিটি গ্রাহক পর্যায়ে ১১৭ শতাংশ দাম বৃদ্ধি এবং প্রতি ঘনমিটারে বিতরণ চার্জ ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৫৫ পয়সা করার প্রস্তাব করেছে। তবে বিইআরসি কারিগরি মূল্যায়ন গ্রাহক পর্যায়ে ২০ শতাংশ দাম বৃদ্ধি এবং প্রতি ঘনমিটারে বিদ্যমান বিতরণ চার্জ ২৫ পয়সা বাতিলের সুপারিশ দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর