সন্ধ্যায় গ্যাস সংকট সহনীয় মাত্রায় নেমে আসবে

বিদ্যুৎ-জ্বালানী, অর্থনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 23:13:36

সন্ধ্যায় গ্যাস সংকট সহনীয় মাত্রায় নেমে আসবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিবিয়ানা গ্যাস ফিল্ডের উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট বেড়েছে, সন্ধ্যা নাগাদ আরও ১০০ বাড়তে পারে। গ্যাস ফিল্ডটিতে দৈনিক ১২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। সমস্যা দেখা দেওয়ায় ৮০০ মিলিয়ন ঘনফুটের নীচে নেমে আসে।

যার কারণে সারা দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই সংকটকালীন সময়ে ধৈর্য্য ধারণ করার জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, বিবিয়ানা গ্যাস ফিল্ডে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোন কোন এলাকায় গ্যাসের স্বল্পচাপের সৃষ্টি হয়েছিল গত দুইদিন। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীবৃন্দের নিরলস পরিশ্রমের ফলে আমরা ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে যান্ত্রিক ত্রুটির কারণে রমজানের প্রথম দিন রোববার (০৩ এপ্রিল) চুলা জ্বলেনি রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। ফলে ইফতারি তৈরিসহ রান্নার কাজে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ইফতারি ও রান্নার কাজ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন ফেসবুকে।

এ সম্পর্কিত আরও খবর