রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল 'ফুডি'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল 'ফুডি'

রিটেইল স্টার্টআপ অ্যাওয়ার্ড পেল 'ফুডি'

ফুডি ২০২৪ সালের বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড-এ সেরা রিটেইল স্টার্টআপ (অনারেবল মেনশন) পুরস্কারে সম্মানিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) হোটেল লা মেরিডিয়েনে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়

এক বিজ্ঞপ্তিতে ফুডি জানায়, মাত্র কয়েক মাসের মধ্যে ফুডি ৪.৫ লক্ষাধিক ডাউনলোড হয়েছে এবং ৪,০০০ এর বেশি রেস্তোরা প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত আছে। প্রায় প্রতিটি রেস্তোরাতেই মাসব্যাপী ফুডি প্ল্যাটফর্মে অফার রয়েছে। এছাড়াও দ্রুততম সময়ে খাবার পৌঁছে দিতে ফুডিতে আছে ২৫০০এরও বেশি রাইডার। ফুড ডেলিভারির পাশাপাশি ফুডিতে ফুল ডেলিভারি, ডাইন-ইন এবং পিক-আপ সেবাও রয়েছে।

বিজ্ঞাপন