দুই সপ্তাহের মধ্যে ঋণ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবে আইএমএফ

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:54:49

আগামী দুই সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মদ্র্রা তহবিল (আইএমএফ) থেকে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, আইএমএফের প্রতিনিধি দল তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। আমরা ব্যাংকিং এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দুই সপ্তাহের মধ্যে ৪.৫ বিলিয়ন ডলার ঋণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশকে ঋণ দেওয়ার চলমান আলোচনার অংশ হিসেবে আজ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

এর আগে জুলাইয়ে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবিলায় আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি দিয়েছিল।

দুই সপ্তাহ আগে ওয়াশিংটনে এক বৈঠকে আইএমএফ ঋণের প্রাথমিক অনুমোদন দেয়। ৪.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলী নিয়ে আলোচনা করতে বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় এসেছে আইএমএফের একটি দল।

বাংলাদেশে আইএমএফ মিশন চিফ রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফ দলটিও সফরের সময় অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা অব্যাহত রাখবে।

এ সম্পর্কিত আরও খবর