কোনও ব্যাংক বন্ধ হবে না, আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই: কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 16:50:53

বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। তাই ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ।

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবুল কালাম আজাদ এ কথা বলেন।

আবুল কালাম আজাদ গ্রাহকের উদ্দেশ্যে বলেন, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করব।

তিনি আরও বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান যেসব প্রকল্প রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর