আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম বেড়ে ১০৮.৭৫ টাকা

ব্যাংক বীমা, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:58:54

আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর আরও ২৫ পয়সা বেড়েছে। মঙ্গলবার (২৩ মে) এক ডলার কিনতে ব্যাংকগুলোকে গুনতে হয়েছে ১০৮ টাকা ৭৫ পয়সা, যা সোমবার ছিল ১০৮ টাকা ৫০ পয়সা। এ হিসাবে একদিনে ২৫ পয়সা বাড়ল ডলারের দর।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালে একই সময়ের তুলনায় টাকার মূল্য ২৪ দশমিক ২৮ শতাংশ কমেছে।

তথ্য বলছে, চলতি মাসে প্রায় প্রতিটি কার্যদিবসেই আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। ১ মে প্রতি ডলারের দাম ছিল ১০৬ টাকা ৮০ পয়সা।

আমদানি ব্যয় পরিশোধ এবং রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহের ধীরগতির কারণে এক বছর ধরে টাকার মান ক্রমশই কমছে।

ব্যাংকাররা জানিয়েছেন, মূলত রেমিট্যান্সের রেট বাড়িয়ে দেওয়ায় আন্তঃব্যাংকে ডলারের রেট বেড়ে গেছে।

গত ৩০ এপ্রিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্সের ডলারের রেট ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা করে। এর আগে প্রায় ৬ মাস রেমিট্যান্সের ডলারের রেট ১০৭ টাকা ছিল। যদিও মার্চ মাসে বেশি রেট দিয়েও রেমিট্যান্স এনেছে বেশকিছু ব্যাংক।

গতবছরের সেপ্টেম্বর থেকেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এই দুইটি সংগঠন এক্সপোর্ট প্রসিড ও রেমিট্যান্সের ডলারের দাম নির্ধারণ করে দিচ্ছে।

নিয়ম অনুযায়ী, রেমিট্যান্সের ডলারের রেট থেকে সর্বোচ্চ ০.৫০ টাকা যোগ করে ডলার বিক্রি করা যায়। তবে ব্যাংকের হিসাবের খাতায় সেটিকে ফরেক্স গেইন হিসাবে দেখাতে পারে না ব্যাংকগুলো, বিভিন্ন চার্জ হিসাবে এই অতিরিক্ত টাকা নেওয়া যায়।

এ সম্পর্কিত আরও খবর