সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

, অর্থনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-11-30 15:46:50

মূল্য সূচকের উত্থানে সপ্তাহের শেষ কর্মদিবস পার করেছে দেশের শেয়ারবাজার। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই এদিন ঊর্ধ্বমুখী ছিল। একইসঙ্গে এক্সচেঞ্জটিতে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৪ দশমিক ৪৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে সূচকটি অবস্থান নিয়েছে ৬ হাজার ২২৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও আজ ঊর্ধ্বমুখী ছিল। বাছাই করা কোম্পানিগুলোর সূচক 'ডিএস ৩০' এদিন ৪ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর 'ডিএসই এস' সূচকে যোগ হয়েছে ১ দশমিক ৯১ পয়েন্ট।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন এক্সচেঞ্জটিতে ২০৯ প্রতিষ্ঠানের ১০ কোটি ৬১ লাখ ৪২ হাজার ৬৮২টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ছিল ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের (বুধবার) তুলনায় ৮৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৩০২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭০টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৭০টির। বিপরীতে মাত্র ৬৯ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি মূল্যের শেয়ার লেনদেন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। একদিনে কোম্পানিটির ২৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ৯৯ লাখ ৭৫ হাজার ৩০৪টি শেয়ার হাতবদল হয়েছে।

আয়ে ফেরার খবরে সপ্তাহের শেষ কার্যদিবসে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সবচেয়ে বেশি ছিল। ফলে কোম্পানিটি আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে। আজ প্রতিষ্ঠানটির শেয়ারদর ১০ টাকা ৬০ পয়সা বা ১৭ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দর হারানো প্যাসিফিক ডেনিমস লিমিটেডের শেয়ারের দাম কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক 'সিএএসপিআই' আজ ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে ১৮৩ প্রতিষ্ঠানের ৭ কোটি ৯৭ লাখ ৯৭ হাজার ৭৫৯ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৩ টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। দর বেড়েছে ৫১ প্রতিষ্ঠানের শেয়ারের। বিপরীতে ২৯ কোম্পানির শেয়ারদর আজ কমেছে।

এ সম্পর্কিত আরও খবর