বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি শোক জানিয়েছে ইসলামী ব্যাংক।
মঙ্গলবার (৬ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মঙ্গলবার (৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত শাহাদাতবরণকারীদের জন্য শোক প্রকাশ করেছে।
এছাড়া তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।
এ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য ব্যাংকের প্রধান কার্যালয়, ১৬টি জোন অফিস, ৩শ ৯৫টি শাখা, সব উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।