২০২৮ সালে হাইড্রোজেনচালিত গাড়ি বাজারে আনবে বিএমডব্লিউ

, অর্থনীতি

অর্থনীতি ডেস্ক, বার্তা২৪.কম | 2024-09-05 17:00:34

২০২৮ সালে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে জার্মানির বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর কর্পোরেশনের সহযোগিতায় ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করবে বিএমডব্লিউ।

বিএমডব্লিউ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অলিভার জিপসি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, আগামীতে গাড়ির নির্মাণের ধারা বদলে দেবে এ প্রযুক্তির গাড়ি।

অলিভার জিপসি বলেন, টয়োটার সঙ্গে অংশীদারিত্বে ব্যক্তিগত গাড়িসহ বাণিজ্যিকভিত্তিতে গাড়ি নির্মাণের ব্যয় কমবে।

বর্তমানে জার্মানির গাড়ি নির্মাতা অন্যান্য কোম্পানির চেয়ে বিএমডব্লিউ হাইড্রোজেন শক্তিচালিত প্রযুক্তি উন্নয়নে অনেক বেশি এগিয়ে রয়েছে।

জানা গেছে, বিএমডব্লিউ হাইড্রোজেনচালিত গাড়ি আইএক্স৫ মডেলের গাড়ির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এই গাড়ির গতিসীমা ঘণ্টায় ৫শ কিলোমিটার (৩শ ১০ মাইল) হবে এবং মাত্র ২ থেকে ৩ মিনিটের ভেতরে পুনর্বার জ্বালানি ভরা হয়ে যাবে।

হাইড্রোজেন শক্তিচালিত গাড়ির বাজার মূল্য কত পড়বে, তা অবশ্য এখনো কিছুই জানায়নি বিএমডব্লিউ।

এ সম্পর্কিত আরও খবর