জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করলো প্রাইম ব্যাংক

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-09-01 06:11:32

দেশে প্রথমবারের মতো জেসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড চালু করলো প্রাইম ব্যাংক লিমিটেড।

রোববার (১০ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কার্ডটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এনএনএম মাহফুজ এবং জেসিবি কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউচিরো কাদোওকিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে প্রচলিত ক্রেডিট কার্ডের চেয়ে জেসিবি প্লাটিনাম কার্ডের সুযোগ সুবিধা অনেক বেশি। প্রথম বছর এ কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে চালাতে পারবেন গ্রাহকরা। এই কার্ডধারীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি প্রটোকল সুবিধা, বলাকা ভিআইপি লাউঞ্জ ব্যবহার এবং রাজধানীসহ সারাদেশে পাঁচ তারকা হোটেলে বিওজিও সুবিধা পাবে।

এছাড়াও ইএমআই সুবিধা, ফ্রি সাপ্লিমেন্টারী কার্ড এবং স্বাস্থ্য বিমাসহ বেশ কিছু সুবিধা পাবেন। জেসিবি এ কার্ডটি ২০টির বেশি দেশ থেকে ইস্যু করা হয়। বিশ্বব্যাপী এ কার্ডের ব্যবহার রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর