শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:10:30

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট দশ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। যার মধ্যে পাঁচ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ।

সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির এ সিদ্ধান্তের বিষয়ে সাধারণ শেয়ারহোল্ডারদের মতামত জানতে আগামী ৩০ এপ্রিল ঢাকা লেডিস ক্লাবে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করা হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ এপ্রিল।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০১ পয়সা, এর আগের অর্থবছরে কোম্পানির ইপিএস ছিল এক টাকা ৯০ পয়সা। এছাড়া গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সা, এর আগের বছর এনএভি ছিল ১৮ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির অনুমোদিত মূলধন এক হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি ৩৯ টাকা। বর্তমান বাজারে কোম্পানিটির শেয়ার আছে ১১১ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৪৮৬টি।

এ সম্পর্কিত আরও খবর