শিশুদের জন্য ইউনিসেফ-লা মেরিডিয়ানের যৌথ উদ্যোগ

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪ | 2023-08-24 11:07:10

পবিত্র রমজান মাসে বাংলাদেশে শিশুদের জন্যে তহবিল সংগ্রহে একটি চুক্তি সই করেছে ঢাকার লা মেরিডিয়ান হোটেল ও ইউনিসেফ বাংলাদেশ।

‘এই রমজানে প্রতিটি শিশুকে অগ্রাধিকার প্রদান’ শীর্ষক প্রচার অভিযানের অংশ হিসেবে রমজান মাসজুড়ে ক্রেতারা লা মেরিডিয়ান ঢাকা থেকে বুফে সেহরি ও ইফতার কিনলে হোটেলটি ‘ইউনিসেফ বাংলাদেশ’-কে ক্রেতা প্রতি এক ডলার করে সহায়তা দেবে।

এছাড়া এই তহবিল সংগ্রহের অংশ হিসেবে পুরো রমজানে এই হোটেলে তিনটি বাক্স রাখা হবে, যাতে অতিথিরা দান করতে পারেন।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তোমু হোজুমি বলেন, ‘বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের গুরুত্বপূর্ণ যেসব বিষয় প্রভাবিত করে সেসব বিষয়ে সচেতনতা বাড়ানো এবং শিশুদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে রমজানে লা মেরিডিয়ান ঢাকা ও ইউনিসেফ এই যৌথ উদ্যোগ হাতে নিয়েছে।’

লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যানটিনোস এস. গ্যাভরিয়েল বলেন, ‘এই রমজানে, সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের জন্য আমাদের সবাইকে নিজ নিজ ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘উন্নতি ও প্রবৃদ্ধি রাতারাতি হয় না, এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা এবং যা সঠিক পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে বদলাবে।’

নবজাতকের প্রতিরোধযোগ্য মৃত্যু কমানো এবং শিশু ও মায়ের মৃত্যুহার কমানোসহ মূল সমস্যাগুলো নিয়ে ইউনিসেফের কাজকে শক্তিশালী করার জন্য সংগ্রহ করা অর্থ ব্যবহার করা হবে। আর এ নগদ অর্থ শিশুদের জন্য আরও ভালো পুষ্টি সরবরাহে এবং খর্বাকৃতির মাত্রা কমিয়ে আনার প্রচেষ্টা এগিয়ে নিতে সহায়তা করবে।

ধারনা করা হচ্ছে, এ যৌথ উদ্যোগটি অন্যান্য বেসরকারি খাতের অংশীদার এবং স্বতন্ত্র দাতাদেরও ভবিষ্যতে ইউনিসেফের গুরুত্বপূর্ণ তহবিল সংগ্রহের জন্য উৎসাহিত করবে।

এ সম্পর্কিত আরও খবর