টানা আট কার্যদিবস পুঁজিবাজারে দরপতন

, অর্থনীতি

News Creator | 2023-08-04 21:01:35

সপ্তাহের প্রথম দিন দেশের দুই পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচকের পতনের পাশাপাশি লেনদেন কমেছে।

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। এর ফলে টানা আট কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো। চলতি মাসের শুরু থেকে হওয়া দরপতনের পাল্লা দিনদিনই ভারি হচ্ছে।

রোববার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩০১ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৮ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৮৩ কোটি ৬৮ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

এদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১০ কোটি ৩৪ লাখ টাকা কমে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৬৫ পয়েন্ট কমে ১৭ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে

এ সম্পর্কিত আরও খবর