ব্লাড ক্যানসার জয়ীদের নিয়ে এ্যাপোলো হাসপাতালে পেশেন্ট ফোরাম

ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 18:31:33

এ্যাপোলো হসপিটালস ঢাকার অডিটোরিয়ামে শনিবার (১১ জানুয়ারি) ব্লাড ক্যানসার সারভাইবর বা জয়ীদের নিয়ে পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

পেশেন্ট ফোরামে অটোলোগাস ও অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও কেমোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে ওঠা বিভিন্ন রোগীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

উক্ত পেশেন্ট ফোরামের কী নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস ঢাকার হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ। 

অনুষ্ঠানের শুরুতে ডা. আরিফ মাহমুদ, সিনিয়র জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেস, হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্রান্সপ্লান্ট বিভাগসহ হসপিটালের বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলেন।

ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, বেসরকারি পর্যায়ে এ্যাপোলো হসপিটালস্ ঢাকায় সর্বপ্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট চালু করেছে এবং মাইলোমা, লিম্ফোমা, লিউকিমিয়া রোগীদের অটোলোগ্যাস পদ্ধতিতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা দিচ্ছে যার সফলতার হার প্রায় শতভাগ।

বেসরকারি হাসপাতালের মধ্যে এক মাত্র এ্যাপোলো হসপিটালস ঢাকা-ই বহির্বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম খরচে রোগীদের বোনম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা দিচ্ছে। সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এ্যাপোলো হসপিটালস ঢাকা, বিজনেস ডেভেলোপমেন্টের জেনারেল ম্যানেজার মি. আখতার জামিল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস ঢাকার বিভিন্ন বিভাগের ডাক্তারবৃন্দ এবং উচ্চপর্যায়ের অন্যান্য ব্যক্তি।

এ সম্পর্কিত আরও খবর