প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা

পুঁজিবাজার, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 12:01:57

ক্রান্তিকাল থেকে পুঁজিবাজারকে উত্তরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা।

বুধবার (১৫ জানুয়ারি) মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে এই আহ্বান জানান বিনিয়োগকারীরা।

বাংলাদেশ পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মতিঝিলের ডিএসইর পুরাতন কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ দাবি জানান তারা।

একই সঙ্গে অব্যাহত দরপতনের প্রতিবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারের পদত্যাগ দাবি করেন। এর আগের দিন মঙ্গলবার একই দাবিতে ডিএসইর সামনে বিক্ষোভ করে বিনিয়োগকারীরা।

বিনিয়োগকারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, স্থিতিশীল পুঁজিবাজারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। আমরা তার কাছে আমাদের সমস্ত দুঃখ-কষ্টগুলো তুলে ধরতে চাই।

তিনি বলেন, গত নয় বছরে পুঁজিবাজারকে স্থিতিশীল না করার দায়ে কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি। কমিশন পুনর্গঠনের দাবি জানাই।

এ সম্পর্কিত আরও খবর