নতুন করে ১১টি পণ্য চালু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ওয়েবাইটে বলা হয়, নতুন ১১টি পণ্যের জন্য ওষুধ প্রশাসন অধিদফতর জেনারেলের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া ১১টি নতুন পণ্যের মধ্যে থেরাপিউটিক ক্লাসের ৬টি ইনজেকটেবলস, ৪টি তরল আইটেম এবং ১টি বোলাস আইটেম রয়েছে।
২০১৮ সালে ওষুধ খাতে তালিকাভুক্ত এই কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩১ দশমিক ৪৪ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২১ দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭ দশমিক ৩৬ শতাংশ শেয়ার।
মঙ্গলবার পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ দশমিক ৫০ টাকায়।