ব্যাংক কর্মকর্তাদের বেতন কমানোসহ ১৩ প্রস্তাব বিএবি’র

ব্যাংক বীমা, অর্থনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 16:10:54

৮০ হাজার টাকার বেশি বেতনের কর্মকর্তাদের বেতন ১৫ শতাংশ হারে কমানো, সব পত্রিকা, অনলাইন এবং টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া বন্ধ এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, বোনাস ও সব ধরনের ইনসেনটিভ বোনাস বন্ধসহ ১৩টি প্রস্তাব করেছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)।

রোববার (১৪ জুন) সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল।

এতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে উদ্ভূত অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে কর্মী ছাঁটাই না করে ব্যাংক সচল রাখার জন্য ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ১৩টি প্রস্তাব দেয়া হয়েছে।

প্রস্তাবগুলোর হলো মধ্যে রয়েছে- সব গ্রেডের কর্মকর্তা ও নির্বাহীদের, যাদের মাসিক বেতন ৮০ হাজারের বেশি, তাদের ১৫ শতাংশ হারে বেতন কমানো হবে। প্রমোশন, ইনক্রিমেন্ট এবং ইনসেনটিভ বোনাস বন্ধ থাকবে। ব্যাংকের চলমান নিয়োগসহ সব নিয়োগ বন্ধ থাকবে। নতুন শাখা, এজেন্ট ব্যাংকিং শাখা এবং সাব ব্রাঞ্চ খোলা বন্ধ থাকবে। সব ধরনের ফিক্সড অ্যাসেট কেনা বন্ধ থাকবে। লোকাল ও ফরেন ট্রেনিং আপাতত বন্ধ, সব বিদেশি ট্যুর বন্ধ এবং সব সিএসআর, ডোনেশন এবং চ্যারিটি বন্ধ রাখা হবে।

এ সম্পর্কিত আরও খবর