একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, ক্লাস ৮ অক্টোবরে

, শিক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 04:02:40

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে।

সোমবার (৩১ জুলাই) একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ভর্তির কাজ শেষে আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

ভর্তির অনলাইন আবেদনের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবেন।

গত শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন একাদশ শ্রেণিতে ভর্তি হবে।

এ সম্পর্কিত আরও খবর