সারাদেশের মতো চট্টগ্রামেও অনুষ্ঠিত হয়েছে ব্যাচেলর অব মেডিসিন (এমবিবিএস) ভর্তি পরীক্ষা- ২০২৪।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী দেশের অন্যান্য কেন্দ্রের মতো চট্টগ্রামে তিন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এ ভর্তি পরীক্ষা।
এবারের ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে অংশ নিয়েছেন ১০ হাজার ২১৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে ৪ হাজার ৮২৩ জন, চট্টগ্রাম কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৩৬ জন ও ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৭ জনের পরীক্ষা গ্রহণ করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার জানান, এমবিবিএস পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে, এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪ চলাকালীন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নগরীতে যান চলাচলের উপর একাধিক নির্দেশনা দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।