রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১টায়।
এবার রাজশাহী বোর্ডের অধীনে আটটি জেলার ২৬৬টি কেন্দ্রে একযোগে পরীক্ষা চলছে । এরমধ্যে রাজশাহী জেলায় ৫২টি কেন্দ্র রয়েছে।
বিষিয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম। তিনি জানান, এবছর ২ হাজার ৬৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ লাখ ৪৫ জন পরীক্ষার্থী রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার জন্য ১৫টি ভিজিলেন্স টিম মাঠ পর্যায়ে কাজ করছে।
এদিকে পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. অলীউল আলম।