চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে ৩৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে পাস করেছেন ২৯৮ জন। আর অনুত্তীর্ণ হয়েছেন ৪৯ জন। সেই হিসাবে এসব কেন্দ্রে গড়ে পাসের হার ৮৫ দশমিক ৫৮।
রোববার (১২ মে) দুপুরে সচিবালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরআগে প্রধানমন্ত্রীর হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ও বোর্ডগুলোর চেয়ারম্যানরা।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশে বসে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সংখ্যা ৩৪৭ জন। এরমধ্যে পাস করেছে ২৯৮ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪৯ জন। অর্থাৎ প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ।
তিনি আরও বলেন, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন দেশের ৮টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন।
মন্ত্রী বলেন, এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ ও শ্রেণি কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক। শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান ও সচেতনতার পাশাপাশি সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।