রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিতব্য ইংরেজি ১ম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় এই সিদ্ধান্তে কথা জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ (কেন্দ্র বাঘাইছড়ি ০১, কেন্দ্র কোড-২৫২) কেন্দ্রের ৪ জুলাই অনুষ্ঠেয় ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র, বিষয় কোড: ১০৭-এর পরীক্ষা স্থগিত করা হলো।’
প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বিষয়টি বার্তা২৪.কমকেও নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই কেন্দ্র ও কেন্দ্রের আশপাশের এলাকা বন্যা কবলিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে স্থগিত পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।’
শিক্ষাবোর্ড সূত্র জানায়, স্থগিত হওয়া ওই কেন্দ্রে বিভিন্ন কলেজের ৪৬৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। বুধবার বাঘাইছড়ির নিম্ন-অঞ্চল প্লাবিত হয়ে কলেজ ও আশপাশের এলাকার সব সড়ক পানিতে তলিয়ে যায়। কলেজের প্রধান সড়ক থেকে কলেজের নিচ তলার সবকটি পরীক্ষা কেন্দ্র পানিতে তলিয়ে গেছে। কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে কেন্দ্র বন্যা কবলিত হওয়ার বিষয়টি জানান। এরপরই ওই কেন্দ্রে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় শিক্ষাবোর্ড।