ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ ৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রফেসর মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডে এ বছর ফরম পূরণকারী পরীক্ষার্থী সংখ্যা ৭৮ হাজার ৯২০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী ছাত্র সংখ্যা ৩৭ হাজার ৪৫৩ জন ও অংশগ্রহণকারী ছাত্রী সংখ্যা ৪০ হাজার ১৬৮ জন। মোট পাস করেছেন ৪৯ হাজার ৬৯ জন শিক্ষার্থী।
ছাত্রদের মধ্যে পাস করেছেন ২২ হাজার ৯৩৫ জন ও পাসের হার ৬১.২৪ শতাংশ। ছাত্রীদের মাঝে পাস করেছেন ২৬ হাজার ১৩৪ জন ও পাসের হার ৬৫.০৬ শতাংশ। মোট জিপিএ ৫ পরীক্ষার্থী ৪ হাজার ৮২৬ জন। এদের মাঝে ছাত্র ২ হাজার ১০৯ জন ও ছাত্রী ২ হাজার ৭১৭ জন।
শাখাভিত্তিক পাসের হার, বিজ্ঞান ৮৫.৮৯ শতাংশ, মানবিক ৫৮.২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা ৫০.৭৩ শতাংশ।
জেলাভিত্তিক পাসের হার, জামালপুরে ৬৫.৭৪ শতাংশ, ময়মনসিংহে ৬৩.৪৩ শতাংশ, নেত্রকোনায় ৬২.৯০ শতাংশ ও শেরপুরে ৫৮.০১ শতাংশ।