দেশের বিশাল শিক্ষার্থী জনগোষ্ঠীর শিক্ষাগত ভবিষ্যতের চাহিদা পূরণ করতে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে দুই দিনব্যাপী সর্ববৃহৎ শিক্ষামেলা (myuniabroad Education Expo) ' মাই ইউনি অ্যাব্রোড এডুকেশন এক্সপো-২০২৪।
এই মেলায় আগত শিক্ষার্থীদের জন্য থাকছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দুবাই, জাপান, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটির প্রতিনিধি ও বাংলাদেশের শীর্ষ ১০টি এডুকেশন কনসালটেন্সির সাথে সরাসরি কথা বলার সুযোগ।
রাজধানীর বনানীর হোটেল সারিনাতে শুক্রবার ও শনিবার (১-২ নভেম্বর) দুই দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
দেশের সর্ববৃহৎ এই শিক্ষামেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ও উপাচার্য ড. আব্দুল হান্নান চৌধুরী ।
আয়োজকরা জানান, এই শিক্ষামেলাটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দুবাই, জাপান, সুইডেন, দক্ষিণ কোরিয়া, ভারতসহ বিশ্বের নানা দেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই মেলায় থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা। অংশগ্রহণকারীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।
পাশাপাশি, শিক্ষার্থীদের সকল প্রশ্নের উত্তর দিতে মেলায় বাংলাদেশের শীর্ষ ১০টি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানের অভিজ্ঞ কাউন্সিলররা থাকবেন বলেও জানানো হয়।
সিটি ব্যাংক ও এম পাওয়ার ফাইন্যান্সিং (MPOWER Financing) স্পন্সরে আয়োজিত এই শিক্ষামেলায় শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় সব অফার।
১. সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ।
২. ১ লাখ ডলার পর্যন্ত স্টাডি লোন।
৩. প্রায় ২৫ লাখ টাকার গিফট ভাউচার।
৪. র্যাফেল ড্র তে অংশ নিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার।
এই মেলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://myuniabroad.io/edu-expo