ঢাকা-৯ আস‌নে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-04 13:16:56

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সাম‌নে রে‌খে চল‌ছে ম‌নোনয়ন বাছাই প্রক্রিয়া। এরই ম‌ধ্যে ঘোষণা হ‌য়ে‌ছে ঢাকা-৯ আস‌নের বৈধ ও অ‌বৈধ ম‌নোনয়ন প্রার্থী‌দের তা‌লিকা।

ঢাকা-৯ আসন থে‌কে দা‌খিলকৃত ১৩ টি ম‌নোনয়ন থে‌কে বি‌ভিন্ন কার‌ণে বাদ প‌ড়েছেন ২ জন। এছাড়া কাগজপত্র অসম্পূর্ণ থাকার কার‌ণে ২ ঘণ্টার ম‌ধ্যে জমা করার জন‌্য নি‌র্দেশ দি‌য়ে‌ছেন বিভা‌গীয় কমিশনার মো. সা‌বিরুল ইসলাম। অন‌্যথায় বাকি তিনজ‌নের ম‌নোনয়ন বা‌তিল ব‌লেও গণ‌্য হ‌বে ব‌লে জানান তি‌নি।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সন্মেলন ক‌ক্ষে যাচাই বাছাই শে‌ষে প্রার্থী‌দের মনোনয়ন ঘোষণা ক‌রেন ঢাকা বিভা‌গীয় কমিশনার মো. সা‌বিরুল ইসলাম।

এ‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন, প্রস্তাবকারীর স্বাক্ষর না থাকায় বাদ প‌রে‌ছেন মো: সাদ ভূইয়া, আয়কর রিটার্ন বা প্রত‌্যয়ন পত্র দা‌খিল না করার কার‌নে মোছা: রু‌বিনা আক্তার রু‌বি বাদ প‌রে‌ছেন।

এছাড়া আয়কর দা‌খি‌লে সনদ এটাস্ট করার জন‌্য মো: আ‌নোয়ারুল‌কে, শিক্ষাগত সনদ এবং আয়কর রিটা‌র্ন জমার কাগজ দা‌খি‌লের জন‌্য মো: মা‌হিদুল ইসলামকে এবং আয়কর রিটা‌র্নের দা‌খিলকৃত ক‌পি জমা দেওয়ার জন‌্য মো: নুরুল হো‌সেন দুই ঘণ্টার সময় নির্ধারণ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছিলো গত ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়ন পত্র জমা দেয়।

 

এ সম্পর্কিত আরও খবর