প্রার্থিতা ফিরে পেতে ২য় দিনের আপিল আবেদন শুরু

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-12-06 11:20:12

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশের প্রার্থীদের অবৈধ মনোনয়নপত্রের বৈধতা ফেরতের দ্বিতীয় দিনের আপিল কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয় এ আপিল আবেদন। 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের স্বতন্ত্র ও দলীয় প্রার্থীরা আসেন নির্বাচন ভবনে। সেখানে টোকেন সংগ্রহ করে নিজ অঞ্চলের বুথে মনোনয়ন বৈধ চ্যালেঞ্জ করে কাগজ পত্র জমা দেন প্রার্থীরা। আবেদন জমা দেওয়ার মধ্যে বিদ্যুৎ বিল বকেয়া, ব্যাংকের লেনদেন কিছুটা জটিলতা থাকলেও এক শতাংশ স্বাক্ষরতা জটিলতার প্রার্থীই বেশি।

এবিষয়ে একাধিক প্রার্থী অভিযোগ করছেন, বিনা কারণে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এছাড়া এক শতাংশ স্বাক্ষরতা কোনভাবেই প্রার্থিতা বাতিলের কারণ হতে পারেনা বলেও অভিযোগ করেন অনেকে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর নির্বাচন কমিশনে মনোনয়ন ফিরে পেতে প্রথম দিন ৪২ জন প্রার্থী আপিল করেন। এদের মধ্যে অধিকাংশ প্রার্থী ছিলেন স্বতন্ত্র এবং অনেকেরই ১% ভোটার স্বাক্ষর জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছিল।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে আপিল আবেদন। এরপর আগামী ১০ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলবে আপিল শুনানি। শুনানি শেষেই জানা যাবে আপিলের রায়।

এ সম্পর্কিত আরও খবর