সভা সমাবেশের সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তার হাতে দিল ইসি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-06 13:14:06

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠীর সভা সমাবেশের অনুমতি রিটার্নিং কর্মকর্তার হাতে ছেড়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ ডিসেম্বর) সাংবিধানিক সংস্থাটি একটি এ সংক্রান্ত নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়। রিটার্নিং কর্মকর্তা সেই আবেদনের ওপর ইসির সিদ্ধান্ত চান।

নির্বাচন কমিশন দলটির আবেদন নাকচ করার সঙ্গে সঙ্গেই রিটার্নিং কর্মকর্তাকে ওই নির্দেশনা দেয়।

এতে বলা হয়, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত দিতে রিটার্নিং অফিসার নিজেই ক্ষমতাবান এবং ভবিষ্যতে এ ধরনের বিষয় নির্বাচন কমিশনে না পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

এবারের সংসদ নির্বাচনে ২৯ টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে ১৯'শ ৮৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা ও বাকি ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া প্রার্থিতা কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)। 

এ সম্পর্কিত আরও খবর