প্রার্থিতা ফিরে পেতে ৫৬১ জনের আবেদন

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-09 17:34:32

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে এবং বৈধ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে ৫৬১ জন নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন।

আপিল আবেদনের শেষদিন শনিবার (৯ ডিসেম্বর) স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ১৩০ জন প্রার্থী আপিল করেছেন। এর আগে, প্রথম দিনে (৪ ডিসেম্বর) ৪২ জন, দ্বিতীয় দিনে ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিনে ৯৩ জন আপিল করেন।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এই তথ্য জানান।

ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, রংপুর অঞ্চলের ৫৪ জন, খুলনার ৬৯ জন, বরিশালের ২৪ জন, ময়মনসিংহের ৬৬ জন, ফরিদপুর অঞ্চলের ২৩ জন, চট্টগ্রামের ৪৭ জন, ঢাকার ৮৮ জন, কুমিল্লার ৩৩ জন, সিলেটের ২৩ জন ও রাজশাহী অঞ্চলের ৭৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের।

আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এ সম্পর্কিত আরও খবর