বাছাইয়ে বৈধ ৩২ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-09 21:30:47

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের বৈধ ঘোষিত ৩২ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা হয়েছে।

আপিল আবেদনের শেষদিন শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

আজকে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের ১৩০ জন প্রার্থী আপিল করেছেন। এর আগে, প্রথম দিনে (৪ ডিসেম্বর) ৪২ জন, দ্বিতীয় দিনে ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিনে ৯৩ জন আপিল করেন। ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, রংপুর অঞ্চলের ৫৪ জন, খুলনার ৬৯ জন, বরিশালের ২৪ জন, ময়মনসিংহের ৬৬ জন, ফরিদপুর অঞ্চলের ২৩ জন, চট্টগ্রামের ৪৭ জন, ঢাকার ৮৮ জন, কুমিল্লার ৩৩ জন, সিলেটের ২৩ জন ও রাজশাহী অঞ্চলের ৭৪ জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, মনোনয়ন বাতিল চেয়ে বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ পাল্টাপাল্টি আপিল করেছেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ হওয়ায় দুই প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করেছেন।

এছাড়াও দিনাজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিত কুমার, লালমনিরহাট-১ আসনের আওয়ামী লীগ মনোনীত মোতাহার হোসেন, চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা, বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগের জাহিদ ফারুক, ঝালকাঠী-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাজাহান ওমর, ময়মনসিংহ ৯ আসনের আওয়ামী লীগের আব্দুস সালাম, টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছোট মনির, নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান, নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের একরামুল করিম চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগের রাজী মোহাম্মদ ফখরুলের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয়েছে।

চাদঁপুর-৪ আসনের স্বতন্ত্র জালাল আহমেদ, চাদঁপুর-৫ আসনের স্বতন্ত্র গাজী মঈন উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র মোহাম্মদ মনজুর আলম (দুটি আপীল), চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের আবু রেজা মুহম্মদ নেজামউদ্দিন, চট্টগ্রাম-২ আসনের আওয়ামী লীগের খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৯ আসনের আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী এবং গাইবান্ধা-৪ আসনে একজন বৈধ প্রার্থীর প্রার্থিতাও বাতিল চেয়ে আপিল করা হয়েছে।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের।

আগামীকাল রোববার (১০ ডিসেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এ সম্পর্কিত আরও খবর