১৫ ডিসেম্বর নির্ধারণ হবে শামীম হকের প্রার্থিতা 

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-13 14:59:23

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন করেন। কমিশন শুনানি শেষে রায় স্থগিত রেখে আগামী ১৫ ডিসেম্বর পূর্ববর্তী শুনানির তারিখ নির্ধারণ করে।

বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী একে আজাদের ইসিতে আপিল করে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে চলছে আপিল নিষ্পত্তির কাজ। ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১৮ ডিসেম্বর প্রতীক নিয়ে প্রার্থীরা ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর