কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীনের ‘মরার আকাল’ ছোট গল্প অবলম্বনে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য নিউ নরমাল’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মান করেছেন সোহেল রানা বয়াতি। বয়াতি বলেন, করোনাকালীন সময়ে সারা বিশ্বের মানুষ তাদের জীবনকে নতুন সাধারণ নিয়মে অভ্যস্ত করেছেন এবং এই সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করেছে এই বিষয়টি আমি চলচ্চিত্রে তুলে ধরেছি।
রওনক ইকরামের চিত্রনাট্য ও সংলাপে চিত্রগ্রহন করেছেন রাহুল সরকার। মূল চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও বিপাশা কবীর তারা ভিন্ন ধারার এই গল্পে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত এবং দর্শকেরা কাজটি থেকে নির্মল আনন্দের পাশাপাশি গভীর জীবন বোধের জার্নি উপভোগ করবেন বলে প্রত্যাশা করেন।
খুব শীঘ্রই অনলাইন প্লাটফর্মে কাজটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেন নির্মাতা। স্বল্পদৈর্ঘ্যটির অনান্য চরিত্রে অভিনয় করেছেন আশিক সরকার, বাদল শহীদ,আনোয়ার, সোহাগ বিশ্বাস।