বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বছরে মাত্র একটি ছবি ভক্তদের উপহার দিয়ে থাকেন। এ কথা কারও অজানা নয়। কিন্তু জানেন কী আমির খানের পথ অনুসরণ করেন বলিউডের আরও একজন অভিনেত্রী? তিনি হলেন- চিত্রাঙ্গদা সিং।
বলিউডের এই অভিনেত্রীকে যারা চেনেন তারা খুব ভালো করেই জানেন যে, তিনি বছরে একটির বেশি ছবিতে কাজ করেন না। আর এতে তিনি খুশি।
সবশেষ চিত্রাঙ্গদা সিংকে দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজার’-এ। এতে তার বিপরীতে ছিলেন সাইফ আলি খান। এরপর দুই বছর রূপালি পর্দার আড়ালে ছিলেন বলিউডের এই অভিনেত্রী।
কিন্তু দুই বছর কেনো উধাও ছিলেন? এমন প্রশ্নের জবাবে চিত্রাঙ্গদা সিং বলেন, “ভালো কিছু আসার অপেক্ষায় ছিলাম। এমন কোনো কিছু চাইছিলাম না যাতে আমি কাজ করতে চাই না। প্রতিটি অভিনেতাই সবসময় কাজের মধ্যে থাকতে চান।”
৪৩ বছর বয়সী চিত্রাঙ্গদা এখন ব্যস্ত রয়েছেন ‘বব বিশ্বাস’ নিয়ে। এর মধ্য দিয়ে দুই বছর পর বড় পর্দায় দেখা যাবে তাকে। এতে তার বিপরীতে থাকবেন অভিষেক বচ্চন।