উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নিয়ে যাওয়া হচ্ছে সংগীতশিল্পী আকবরকে। তার স্ত্রী কানিজ ফাতিমা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় ভিসা পাবেন আকবর। পরের সপ্তাহে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের উদ্দেশে দেশ ছাড়বেন তারা। অ্যাপোলোতে
আকবরের কিডনি রোগের চিকিৎসা করানো হবে।
চেন্নাই গিয়ে চিকিৎসার জন্য আকবরের মোটা অংকের অর্থের প্রয়োজন। এখন অর্থ জোগাড়ের চেষ্টা করছেন তার স্ত্রী।
এদিকে, ১৬ দিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নেওয়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) নিজ বাসায় ফিরেছেন আকবর।
আকবরের আরও স্ত্রী জানান, আগের তুলনায় কিছুটা ভালো আকবরের শরীর। বর্তমানে
কিছুটা হাঁটাচলা করতে পারেন তিনি। কিছুদিন আগে একেবারেই চলতে পারছিলেন না।
হানিফ সংকেতের ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান আকবর। ইত্যাদিতে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’- গানটি গেয়ে জনপ্রিয়তা পান এই শিল্পী। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ নামে একটি অ্যালবামও প্রকাশ হয় তার। চিত্রনায়িকা পূর্ণিমা আকবরের গানের মডেল হয়েছিলেন তিনি।