এর মাধ্যমেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন নুসরাত ফারিয়া।
তাও আবার শাকিব খানের বিপরীতে!
বাংলার এই সুপারস্টারের সঙ্গে এবারই প্রথম কাজ নুসরাতের।
শোনা যাচ্ছে-
শাহেনশাহ চলচ্চিত্রের দুটি গানের শুটিং হয়েছে এরইমধ্যে, ব্যংককে।
রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে।
মহরত ছিলো সেখানে, শাপলা মিডিয়ার নতুন এই চলচ্চিত্রের।
ফারিয়া শোনালেন-
কল টাইম দেয়া হয়েছে সকাল সাড়ে সাতটায়। আমি প্রায় রেডি। এইসময় মেকআপ আর্টিস্ট এসে বললেন- আপা কই, এখনও রেডি হননি! ওদিকে তো শাকিব ভাই শট দেওয়ার জন্য রেডি!
তার ধারণা ছিলো-
কল টাইম সাড়ে সাতটায় থাকলেও নায়কেরা একটু ধীরে সুস্থে আসবেন। বা, একটু লেইট হতেই পারে। কিন্তু শাকিব খানের সময়জ্ঞান দেখে সত্যিই বিস্মিত হয়েছি। তিনি যে অনেক পাঙ্কচুয়াল, তার আরও অনেক প্রমাণ পেয়েছি কাজ করতে গিয়ে।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শাহেনশাহ’ সংশ্লিষ্ট প্রায় সকলেই।
তার ভাষ্য-
আমি আসলে কিছু ভেবে পাচ্ছিলাম না, আবারও কিছু একটা করবো, আবারও ঝামেলা লেগে যাবে। তাই চুপচাপ ছিলাম। আমার হাতে বেশকিছু চিত্রনাট্য এসেছিলো, কিন্তু কিছু করতে পারছিলাম না। বাট, থ্যাংক গড। যার কেউ নেই, তার আল্লাহ আছে।
ফারিয়া এও বলছেন-
শাহেনশাহ চলচ্চিত্রে ফারিয়ার পাশাপাশি দেখা যাবে নতুন এক মুখ।
মহরত অনুষ্ঠানটি এখানে দেখুন-
আরও পড়ুনঃ