বন্যার গাড়ি চলতে শুরু করল, পেছনে ছুটছে একটি ছেলে। ছেলেটিকে অনেক দূরে ফেলে রেখে অল্প সময়ের মধ্যেই একটি বাড়িতে ঢুকল গাড়িটি। বাড়িটি বেশ জাঁকজমক, রাজবাড়ীর মতো।
বাড়ির মালিক জামিল হাসান। বন্যা তার স্ত্রী। সে সূত্রে বন্যাকে এ বাড়ির মালিকও বলা যায়। তবুও মাঝে মাঝে বন্যার মনে হয় সে এ বাড়িতে বন্দিনী।
জামিল সাহেব বিয়ে করার পর বাড়িতে তার আত্মীয়স্বজন খুব একটা আসেনি। বন্ধু-বান্ধবও কেউ না। তার কারণ তিনি বন্যাকে প্রচুর ভালোবাসেন। এ কারণেই তার মনে বন্যাকে হারানোর ভয়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘কাব্য বন্যা’।
মমর রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, কল্যাণ কোরাইয়া।
রোববার (৪ অক্টোবর) রাত ১১ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘কাব্য বন্যা’।