অসংখ্য ছবিতে অভিনয় করলেও তার ‘জোসনা’ চরিত্রটি এখনও সবাইকে একই রকম মুগ্ধ করে।
২২ বছর পর ঢাকায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসা সফল ছবির এই নায়িকা।
আজ (৯ সেপ্টেম্বর) বিকেলে অঞ্জু ঘোষকে ঘিরে এফডিসিতে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।
উদ্যোগ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির।
এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী সমিতির সর্বোচ্চ সম্মাননা, আজীবন সদস্যপদ দেয়া হয় তাকে।
বক্তব্যে তিনি বললেন-
শিল্পী যেখানেই থাকুক, তিনি আমাদেরই। এই গ্লোবালাইজেশনের যুগে আমি সেটাই বিশ্বাস করি। অঞ্জুদি গত ২২ বছর আমাদের চোখের সামনে না থাকলেও মনের মধ্যে ঠিকই ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ, ‘বেদের মেয়ে জোসনা’কে বাদ দিয়ে তো এই ইন্ডাস্ট্রি আমরা কল্পনাও করতে পারি না। তো, দিদি ঢাকায় আসার পর থেকেই ভাবছিলাম তাকে কেমন করে সম্মান জানাই। প্রথমে ভাবলাম বড়সড় অনুষ্ঠান করি। পরে ভাবলাম ওনাকে সমিতির পূর্ণ সদস্যপদ দেই। কাল সারা রাত এটা নিয়ে ছটফট করছিলাম। ঠিক মন ভরছিলো না। পরে সবাই মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, আমরা ওনাকে সর্বোচ্চ সম্মাননাটাই দিতে চাই। আজ সেটি দিতে পেরে আমরা আনন্দিত।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেদের মেয়ে জোসনা’র নায়ক ইলিয়াস কাঞ্চন।
নায়িকা অঞ্জু ঘোষ যেহেতু দীর্ঘদিন ধরে কলকাতায়, দেখা হয়নি তাই নায়কের সঙ্গেও।
চলচ্চিত্র সমিতির এমন আয়োজনের সুবাদে ফের দেখা হয়ে গেলো তাদের।
হয়তো কাজ করাও হয়ে যেতে পারে নতুন কোনো ছবিতে, একসঙ্গেই।
এমন আভাসও পাওয়া গেছে বক্তাদের আলোচনায়।
ইলিয়াস কাঞ্চন বললেন-
দীর্ঘ ২২ বছর পর আমার নায়িকার সঙ্গে মিলন ঘটানোর জন্য শিল্পী সমিতিকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা। শিল্পী সমিতির আজকের উদ্যোগে এক আশার সঞ্চার হয়েছে। আশা করছি, এভাবেই আমাদের শিল্পীদের আরও মূল্যায়িত করা হবে। আসলে ভাবতে খারাপ লাগে, কান্না পায়; যে চল্লিশটা বছর আমরা সবচেয়ে ভালো কাজ করতে পারতাম, সে চল্লিশ বছরই চলচ্চিত্র থেকে দূরে থাকতে হলো। সবসময়ই বলি, আজও বলবো, এ চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচবো।
অঞ্জু ঘোষকে সম্মাননা দেয়া প্রসঙ্গে কথা বলেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
তিনি জানালেন-
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের মধ্যে তিনটি ভাগ রয়েছে। প্রথম স্তর আজীবন সদস্য, দ্বিতীয় স্তর পূর্ণ সদস্য এবং তৃতীয় হলো সহযোগী সদস্য। এ ক্ষেত্রে কিংবদন্তিতুল্য শিল্পীরাই সাধারণত আজীবন সদস্যপদ পেয়ে থাকেন। এটা হচ্ছে একজন শিল্পীর প্রতি সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা প্রদর্শনের বিষয়।
এই সম্মাননায় অবাক নায়িকা।
বক্তব্যে বললেন-
আমাকে যে এতদিন পরও মনে রেখেছেন, আমার অবাক লাগছে। আপনারা জোসনাকে এতকাল মনে রাখবেন, এভাবে বরণ করে নেবেন, সত্যি ভাবিনি। আমি বাংলাদেশে ফিরবো, ফিরতেই হবে। যেসব আনন্দের খবর শুনছি আর ইন্ডাস্ট্রির এমন অবস্থা, ফিরবো।