৩৯-এ দীপিকা, জন্মদিনে থাকলো তার বিশেষ ৪ চরিত্র
বলিউড সেনসেশন দীপিকা পাডুকোনের জন্মদিন আজ। ৫ জানুয়ারি ৩৯ বছরে পা দিলেন এই অভিনেত্রী। রণবীর সিংহ এবয় তার সন্তান দুয়া পাডুকোন সিংহের জন্মের পর এটিই তার প্রথম জন্মদিন। তাই আজ মা দীপিকার দিন।
বাস্তবে মায়ের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করছেন দীপিকা। দুয়াকে সময় দেওয়ার জন্য কাজ থেকেও দূরে রয়েছেন। তবে শুধু বাস্তবেও নয়, পর্দায়ও মা চরিত্রে অসাধারণ দীপিকা। ক্যারিয়ারে বেশ অনেকগুলো ছবিতেই বিশেষ করে সাম্প্রতিক কিছু সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
নানাধরনের চরিত্রে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন দীপিকা। তবে ‘মা’ চরিত্রে যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন তার প্রতিটিউ ‘আইকনিক’ খেতাব পেয়েছে সিনেমাপ্রেমীদের কাছ থেকে। সে সিনেমাগুলো হলো-
১.কল্কি ২৮৯৮এডি
এই তালিকায় সবশেষ মুক্তি পাওয়া সিনেমা কল্কি ২৮৯৮ এডি। সিনেমায় অন্যতম প্রধান এবং গল্পের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ ছিল দীপিকা অভিনীত সুমতি (সাম-এইটটি) চরিত্রটি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই সিনেমা করার সময় বাস্তবেই গর্ভবতী ছিলেন দীপিকা। এই সিনেমায় প্রভাস, অমিতাভ বচ্চনসহ নামকরা তারকাদের সঙ্গে স্ক্রিনশেয়ার করেন দীপিকা।
২.জাওয়ান
দীপিকা শাহরুখ জুটি মানেই সুপারহিট। ৪ বছর পর বলিউড বাদশা যখন পর্দায় ফিরলেন পাঠান দিয়ে, তখনো তার সঙ্গী ছিলেন দীপিকা। এরপরই আসে শাহরুখ খানের আরেক ব্লকবাস্টার জাওয়ান। সেখানে প্রধান না হলেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন দীপিকা। শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেন দীপিকা। সেখানে তার স্ক্রিনটাইম কম হলেও পুরো গল্পে বেশ ইম্প্যাক্টফুল ছিল। দীপিকা এবং তার অভিনীত চরিত্রটি ছিল সিনেমার অন্যতম হাইলাইট।
৩. বাজিরাও মাস্তানি
দীপিকা প্রথমবার পর্দায় কোনো মায়ের চরিত্র অভিনয় করেন বাজিরাও মাস্তানি সিনেমায়। ২০১৫ সালে প্রকাশ পাওয়া সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন স্বামী রণবী সিংহ। আরেক সহশিল্পী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় একইসঙ্গে মায়াবতী মা এবং তলোয়াড় হাতে দক্ষ যোদ্ধা হিসেবে পর্দায় এসেছিলেন দীপিকা। বলিউড সিনেমার ইতিহাসে অন্যতম গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার একটি হিসেবে বিবেচনা করা হয় বাজিরাও মাস্তানি সিনেমার দীপিকার এই দৃশ্যকে।
৪. ব্রহ্মাস্ত্র- পার্ট ১:শিবা
২০২২ সালে আয়ান মূখার্জি পরিচালিত ট্রিওলজি ব্রহ্মাস্ত্র’র প্রথম কিস্তি প্রকাশ পায়। সেখানে মূখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর-আলিয়া ভাট দম্পতি। তবে সিনেমায় রহস্যজনকভাবে উপস্থাপন করা হয় রণবীর অভিনীত মূল চরিত্র শিবার বাবা-মাকে। শিবা’র ছোটবেলার গল্প দেখানোর সময় তার মায়ের যে অবয়ব দেখানো হয়, নিটিজেনদের ধারণা শিবার মা অমৃতা চরিত্রে আর কেউ নন, অভিনয় করেছেন দীপিকা পাডুকোন। এই নিয়ে এখনো পোক্ত প্রমাণ বা সূত্র পাওয়া যায় নি। তবে নেটিজেন এবং সমালোচকদের মতে এই আন্দাজ সত্য হওয়ার সিংহভাগ সম্ভাবনা রয়েছে। এতটুকু নিশ্চিত হওয়া যায়, অমৃতার চরিত্রটি ‘ব্রহ্মাস্ত্র-পার্ট টু: দেব’ তে ভালোভাবে উপস্থাপন করা হবে। অর্থাৎ, ব্রহ্মাস্ত্র সিনেমার পরবর্তী কিস্তিতে এবং পুরো ফ্রাঞ্চাইজিতে অমৃতা চরিত্র বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস