মায়ের মৃত্যুবার্ষিকীতে মানুষের তরে সোনুর নতুন উদ্যোগ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 21:57:20

করোনাভাইরাসে লকডাউন চলাকালীন হাজার হাজার অভিবাসী শ্রমিকদের নিজ গ্রামে পাঠিয়ে আবার কখনও দিনমজুরদের ক্ষুদা মিটিয়ে সাধারণ মানুষের ‘মাসিহা’ হয়ে উঠেছেন সোনু সুদ।

বলিউডের এই অভিনেতা পর্দায় বেশিরভাগ খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তবের প্রতিকূল পরিস্থিতিতে তিনিই হয়ে উঠেছেন প্রকৃত নায়ক।

১৩ অক্টোবর ছিলো সোনুর মা সরোজ সুদের ১৩তম মৃত্যুবার্ষিকী। সেদিন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে (আইএএস) হতে চাওয়া তরুণদের জন্য  স্কলারশিপ চালু করলেন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।

মায়ের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মায়ের একটি ছবি শেয়ার করে সোনু লিখেছেন- “১৩ অক্টোবর। ১৩ বছর হয়ে গেলো মা। এখানে সবকিছু ঠিক আছে। তুমি থাকলে আরও একটু বেশি ভাল হতো। তোমাকে মিস করি মা।”

এর আগে এক টুইট বার্তায় প্রফেসর সরোজ সুদ স্কলারশিপ চালু করার কথা ঘোষণা করেছেন সোনু। আইএএস যোগ দেওয়ার স্বপ্ন যারা দেখেন, তাদের এই স্কলারশিপের মাধ্যমে সাহায্য করা হবে।

উল্লেখ্য, সোনুর মা সরোজ সুদ ছিলেন অধ্যাপিকা। মায়ের সেই ঐতিহ্য এই স্কলারশিপের মাধ্যমে বজায় রাখতে চান সোনু।

এ সম্পর্কিত আরও খবর