বিয়ে করে সংসার শুরু করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন। কিন্তু একজনের সাথে আরেকজনের মিলছে না। সারাক্ষণ ঝগড়া লেগে থাকে।
ইরফান চাকরি করে। ফারিন সারাদিন বাসায় একা থাকে। অফিস শেষে ইরফান বাসায় আসলেই শুরু হয়ে যায় তাদের দ্বন্দ্ব। ইরফানের সবকিছুতেই বিরুপ প্রতিক্রিয়া দেখায় ফারিন। দাম্পত্যজীবন রীতিমতো অতীষ্ঠ হয়ে ওঠে তার কাছে। এ নিয়ে প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভোগে ইরফান। এক পর্যায়ে এ যন্ত্রনা থেকে মুক্তি চায়।
ইরফান পরিকল্পনা করেন কিভাবে তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়। দু’জন মিলে গল্প সাজিয়ে একেকদিন একেক চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে তাদের অভিনয়। এভাবে নিজেদের সম্পর্কের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করেন।
ভালোই চলছিলো তাদের নাটক। কিন্তু বিপত্তি ঘটে এলাকার বখাটেদের হাত থেকে ফারিনকে বাঁচানোর নাটক করতে গিয়ে। কি সেই বিপত্তি? শেষ পর্যন্ত কি তারা তাদের যন্ত্রনা থেকে মুক্তি পায়? এসব প্রশ্নের উত্তর জানার জন্য দেখতে হবে টেলিফিল্ম ‘মি. অ্যান্ড মিসেস যন্ত্রনা’।
অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, আনন্দ খালেদসহ আরও অনেকে। আগামী ৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।