দর্শকদের কিভাবে এন্টারটেইন করতে হয় সেটি হয়তো খুব ভালো করেই জানা আছে নেটফ্লিক্সের। তাইতো ক’দিন পরপরই নতুন নতুন ধামাকা নিয়ে হাজির হয় এই ওটিটি প্ল্যাটফর্মটি।
সম্প্রতি একটি নতুন শো নিয়ে হাজির হয়েছে নেটফ্লিক্স। নাম “দ্য ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভ’স।” এই শোটি সাজানো হয়েছে কয়েকজন বলিউড অভিনেতার স্ত্রীদের নিয়ে।
যেখানে রয়েছেন- সোহেল খানের স্ত্রী সীমা খান, সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর, চাঙ্কি পাণ্ডের স্ত্রী ভাবনা পাণ্ডে ও সামির সোনির স্ত্রী নীলাম কোঠারি।
“দ্য ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভ’স” অতিথি হিসেবে হাজির হবেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে শোটির টিজার। আগামী ২৭ নভেম্বর নেটফ্লিক্সে পাওয়া যাবে “দ্য ফ্যাবিউলাস লাইভস অব বলিউড ওয়াইভ’স।” এটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।