বরুণের ‘বেবি জন’ মুক্তি পেতেই চটেছেন সালমান ভক্তরা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বরুণ ধাওয়ান ও সালমান খান

বরুণ ধাওয়ান ও সালমান খান

অনেকেই জানতেন যে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’ সিনেমায় একটি ক্যামিও চরিত্রে হাজির হবেন বলিউড মেগাস্টার সালমান খান। ছবির প্রযোজক অ্যাটলি নিজেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের ক্যামিও নিয়ে কথা বলেছিলেন। অবশেষে মুক্তি পেল সেই ছবিটি।

আর ছবি মুক্তির পরই সালমান খানের ক্যামিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। আর তার এই ভিডিও লিক হয়ে যাওয়াতেই এবার ক্ষেপে আগুন তার ফ্যানরা।

বিজ্ঞাপন

ছবিতে সালমানকে ‘এজেন্ট ভাইজান’ এর চরিত্রে ক্যামিও করতে দেখা গিয়েছে। আর ভাইজানকে এমন একটি চরিত্র, এমন এক বীরত্বপূর্ণ অবতারে দেখা তার ভক্তদের জন্য বড়দিনের বড় ট্রিট তা তো বলাই বাহুল্য। বিগ স্ক্রিনে সালমানকে এই অবতারে দেখার যে মজাই আলাদা, তা তার ভক্তরা খুব ভালো করেই জানেন।

‘বেবি জন’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান

কিন্তু সেই ভিডিও ইন্টারনেটে ফাঁস হওয়াতেই রেগে লাল সালমান ভক্তরা। তারা এই সারপ্রাইজ প্রেক্ষাগৃহে বসে উপভোগ করতে চেয়েছিলেন, তাই তারা এই ভিডিও যারা শেয়ার করেছেন তাদের এটি ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন

একজন লিখেছেন, ‘এটি ডিলিট করুন প্লিজ, পাইরেসিকে উৎসাহ দেবেন না।’ আর একজন লেখেন, ‘ডিলিট করে দিন ভাই, এইভাবে আমাদের ছবি দেখার অভিজ্ঞতাটা নষ্ট করবে না।’

‘বেবি জন’ সিনেমায় বরুণ ধাওয়ান

এর আগে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাটলি সালমান খানের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সালমান খানের মতো একজন বড় সুপারস্টার আসছেন বলে আমাকে খুব দায়িত্বশীল হতে হয়েছিল। আমি চেয়েছিলাম সবকিছু নিখুঁত হোক। আমরা ওকে গিয়ে দৃশ্যটি ব্যাখ্যা করে আমাদের পরিকল্পনা জানাতেই, সালমান স্যার বললেন, ‘আপনাকে বলতে হবে কেন? আমি এসে এটা করব, কোন সমস্যা নেই। এমন সুপারস্টার আমি কখনও দেখিনি।’- টাইমস অব ইন্ডিয়া