করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। গত ১৮ নভেম্বর জ্বর নিয়ে নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতালে ভর্তির পর বেবী নাজনীনের প্রথম করোনা টেস্ট করালে সেটি নেগেটিভ আসে। কিন্তু পরবর্তীতে চিকিৎসকরা তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারে তিনি করোনা পজিটিভ।
করোনা ছাড়াও কিডনিজনিত কিছু জটিলতাও রয়েছে বেবী নাজনীনের।
উল্লেখ্য, বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, অডিও ও মঞ্চ মাধ্যমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশিয় এবং আন্তর্জাতিকভাবে বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।
তার জনপ্রিয় সব গানের মধ্যে ‘এলোমেলো বাতাসে’, ‘রংধনু থেকে’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘দু চোখে ঘুম আসে না’, ‘কাল সারা রাত ছিল’, ‘ও বন্ধু তুমি কই’ অন্যতম।